আজ সোমবার, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জেলা সমিতির শ্রেষ্ঠ পুরষ্কার পেল খোরশেদ

নিজস্ব প্রতিবেদক:

“নারায়ণগঞ্জ জেলা সমিতি শ্রেষ্ঠ পুরষ্কার-২০২১” পেয়েছেন টিম খোরশেদের লিডার ও নারায়ণগঞ্জ সিটির ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। মঙ্গলবার (২৫ জানুয়ারি) ঢাকার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স রুমে এই পুরষ্কার বিতরণ অনুষ্ঠান হয়।

নারায়ণগঞ্জ জেলা সমিতির সভাপতি ও বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ। অতিথিবৃন্দ কাউন্সিলর খোরশেদের হাতে পুরষ্কার তুলে দেন । জানা গেছে বিভিন্ন ক্যাটাগরীতে মোট ১৪ জনকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. আব্দুল আজিজ, অধ্যাপক ড. আফতাব আলী শেখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ১৪ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন করোনা বীর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, চিকিৎসা বিভাগে ডাঃ সায়মা আফরোজ ইভা, কলামিষ্ট বিভাগে এডিসনাল এসপি ইফতেখারুল ইসলাম, শিক্ষা বিভাগে লায়ন মোজাম্মেল হক ভূইয়া, মুহাম্মদ গিয়াসউদ্দিন, মোঃ বেলায়েত হোসেন, ক্রীড়া বিভাগে আশরাফ উদ্দিন চুন্নু, সমাজ সেবক বিভাগে মাসুদুজ্জামান মাসুদ, কবিতা বিভাগে শহীদুল্লাহ ফিরোজ, সাহিত্য বিভাগে শাহিদা বেগম, জনপ্রতিনিধি বিভাগে এম এ রশিদ, ইলেট্্িরক মিডিয়া বিভাগে নাফিজ আশরাফ, সফল নারী বিভাগে নাবিলা আফরিন রীনা, ইউপি মেম্বার বিভাগে মোঃ রুহুল আমিন শরীফ।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়া কাউন্সিলর খোরশেদ বলেন, আল্লাহ রহমত ও টিম মেম্বারদের পরিশ্রমের ফসল। তিনি সকল টিম মেম্বারের প্রতি ও নারায়ণগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।