আজ শনিবার, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জেলা সমিতির পুরষ্কার পেলেন মাসুদুজ্জামান


নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জ জেলা সমিতি কর্তৃক নারায়ণগঞ্জ জেলা সমিতির শ্রেষ্ঠ পুরষ্কার-২০২১ সমাজসেবক সম্মাননা ও নগদ চেক গ্রহণ করেন মডেল গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামান। সমিতির সভাপতি পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) এমপি ও সমিতির সাধারণ সম্পাদক কে.এম আবু হানিফ হৃদয় মন্ত্রীর বাসভবনে পুরস্কার তুলেদেন। উল্লেখ্য নারায়ণগঞ্জ জেলা সমিতি প্রতিষ্ঠিত হওয়ার পর গঠনতন্ত্র অনুযায়ী ৩ বছর পর পর এই পুরস্কারের আয়োজন করেন। ২০১৮ সালের পর ২০২১ সালে দ্বিতীয় বারের যাচাই-বাছাই কমিটির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন ড. আব্দুল আজিজ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ সমাজসেবক হিসেবে এই অনুমোদন করেন। ২০১৯-২০ করোনা কালীন জেলাবাসির পাশে সর্বোচ্চ সহযোগিতা করে তিনি এই পুরস্কারের মনোনিত হন।