আজ বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জেলা বিএনপির সম্মেলন করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ জেলা বিএনপির পূণাঙ্গ কমিটি গঠন নিয়ে দলের ভেতরে এবং বাইরে আলোচনা শুরু হয়েছে। সভাপতি ও সেক্রেটারী পদ নিয়ে নানা বিশ্লেষণ চলছে। থানা ও পৌরসভার পূণাঙ্গ কমিটি গঠনের জন্য ৪৫ দিন সময় দিয়েছেন দলটির হাইকমান্ড। সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে নাসির-মামুনরা। সুত্রের খবর থানা কমিটির পর জেলা বিএনপির সম্মেলন করার নির্দেশ দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নারায়ণগঞ্জ শহরে বা শহরের বাইরে হতে পারে জেলা বিএনপির সম্মেলন। দলটির নেতারাও সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। নারায়ণগঞ্জে ক্ষমতাসীন দল জেলা বিএনপির সম্মেলন করতে না দিলে গুলশানে বিএনপির কার্যালয়ে হবে সম্মেলন। জেলা বিএনপির পদ প্রত্যাশীরা ইতোমধ্যে লবিং শুরু করে দিয়েছেন। সুত্রের খবর সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা এড.তৈমূর আলম খন্দকারও কমিটিতে ফিরতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

কমিটির ব্যাপারে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ¦ নাসির উদ্দিন বলেন, ত্যাগী কর্মীরা জেলা বিএনপির পদ পাবে। ভোটের মাধ্যমে সভাপতি- সেক্রেটারী নির্বাচিত হবে। কাজী মনিরুজ্জামান , তৈমূর আলম খন্দকার জেলা বিএনপির সভাপতি পদে আপাতত থাকছে না। এছাড়া যারা বিতর্কিত , যাদের কারণে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে তাদেরকে কমিটিতে রাখা হবে না। এটা তারেক রহমানের নির্দেশ।

সর্বশেষ সংবাদ