আজ মঙ্গলবার, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জেলা বিএনপির নেতৃত্বে আসতে আগ্রহী

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন প্রক্রিয়া চলছে। জেলা বিএনপির নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক পদ প্রত্যাশী নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম। তিনি এরআগে রূপগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি ছিলেন।

একটি সুত্র সংবাদচর্চাকে জানিয়েছে, জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে কে থাকবে আর কে বাদ যাবে সেই বিষয়ে কাজ করছে তারেক রহমান। তিনি নেতা বাছাই করছেন। নবীন-প্রবীনের সমন্বয়ে জেলা বিএনপির কমিটি হবে। সাবেক ছাত্রনেতা ও দলের দুঃসময়ে যারা মাঠে আছেন তারাই জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাবেন। তিনি (তারেক) জুটি বাছাই করছেন। এমন দুইজনকে সভাপতি,সেক্রেটারী করবেন যাতে দ্বন্দ্ব না হয়।