আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জেলা পরিষদের দুই ওয়ার্ড সদস্যের শপথ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা পরিষদের দু’টি ওয়ার্ডে সদস্য নির্বাচিতদের শপথ ২৯ অক্টোবর রোববার অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পরিষদের ২নং ওয়ার্ডে সদস্য নির্বাচিত আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম ও ৩নং ওয়ার্ডে সদস্য নির্বাচিত আওয়ামীলীগ নেতা মোঃ আলাউদ্দিনকে রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এমপি তার মন্ত্রনালয়ের সম্মেলনকক্ষে শপথ বাক্য পাঠ করান।

উল্লেখ্য গত ২৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলা পরিষদের স্থগিত হওয়া দু’টি ওয়ার্ডের নির্বাচন সম্পন্ন হয়। ওই দু’টি ওয়ার্ডের মধ্যে ভোটে ২নং ওয়ার্ডে বিজয়ী হন জাহাঙ্গীর আলম ও ৩নং ওয়ার্ডে আলাউদ্দিন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০ থেকে ১৮ নং ওয়ার্ড নিয়ে জেলা পরিষদের ২নং ওয়ার্ড। এ ওয়ার্ডে সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী সহ ভোটার ছিল ১৩জন। প্রতিদ্বন্দ্বী ছিলেন ৩জন। তাদের মধ্যে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম পেয়েছেন ৯ ভোট, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহসান হাবিব কোন ভোট পায়নি আর আইনজীবী শরীফ হোসেন পেয়েছেন ৪ ভোট।

অপরদিকে ৩নং ওয়ার্ডে ভোটার ছিল ১২জন। সেখানে আলাউদ্দিন পেয়েছেন ৭ ভোট আর প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি নেতা গিয়াসউদ্দিন পেয়েছেন ৫ ভোট।