পাটগ্রামে তিন জুয়াড়ি আটক
হাসান মাহমুদলা, লমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় জুয়া খেলার অপরাধে তিন জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে পাটগ্রাম উপজেলার রসূলগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
আটককৃতরা হলেন, পাটগ্রাম উপজেলার রসূলগঞ্জ এলাকার মমিনুরের পুত্র মেহেদী হাসান(২১) একই এলাকার বেলাল হোসেনের পুত্র জুমান বাবু(২২) ও রফিকুল ইসলামের পুত্র সেবু মিয়া(২২)।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রসূলগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তিন জুয়াড়িকে আটক করে পুলিশ। আটক কৃতদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।