আজ সোমবার, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

জিদান হত্যায় রতন রিমান্ডে

সিদ্ধিরগঞ্জে জিদান হোসেন তন্ময় হত্যা মামলার অন্যতম আসামি রতনের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ( ৩ মার্চ) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়েন কবিরের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।  আসামি রতন সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজ তালতলা ক্লাব এলাকার শুক্কুর আলীর ছেলে। এর আগেও তাকে রিমান্ডে নেয়া হয়েছিলো।

প্রসঙ্গত , ২০১৯ সালের ২৬ ডিসেম্বর দুপুরে রতন কাজ করার কথা বলে মিজমিজি মধ্যপাড়া এলাকার বাসিন্দা ফারুক ঢালির ছেলে জিদান হাসান তন্ময়কে নিয়ে যায়। শুক্রবার ২৭ ডিসেম্বর সকালে তন্ময়ের বাড়ির সামনে ইজিবাইক দিয়ে নিয়ে তন্ময়ের বাবা ফারুক ঢালীর কাছে লাশ বুঝিয়ে দেয়। এ সময় তন্ময়ের বাবা লাশ বহনকারীদের তার ছেলের মৃত্যুর কারণ জানতে চাইলে বিদুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বলে চলে যায়।  রতনের সাউন্ড সিষ্টেম ও ছোট বাতির দোকান রয়েছে । জিদান হত্যায় ২৭ ডিসেম্বর প্রথমে অপমৃত্যু (নং ৩৯) মামলা নেয় পুলিশ। এরপর ময়নাতদন্ত রিপোর্ট আসার পর ৫ জানুয়ারী অপমৃত্যু মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করে নারায়ণগঞ্জের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী ‘ক’ আদালত। যার নং-২। এর ১৩ দিন পর ১৭ জানুয়ারী আদালতের নির্দেশে হত্যা মামলাটি রুজু করতে বাধ্য হয় সিদ্ধিরগঞ্জ থানা। সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং-২২ তাং ১৭/১/২০২০। ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ‘মাথায় আঘাতজনিত কারনে রক্তক্ষরণ’।