আজ সোমবার, ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

জিওসি’র সঙ্গে ডিসি-এসপির মতবিনিময়

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ সার্কিট হাউজে ৯ম পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার ( সাভার) মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হকের সঙ্গে মঙ্গলবার ৬ জুলাই মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার।

করোনাভাইরাস প্রতিরোধে চলমান লকডাউন সফল করার বিষয়ে সভায় আলোচনা হয়। এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহ, জেলা পুলিশ সুপার জায়েদুল আলমসহ বেসামরিক ও সামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে নারায়ণগঞ্জ সার্কিট হাউজে ৯ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক পৌছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেয় স্থানীয় প্রশাসন।

স্পন্সরেড আর্টিকেলঃ