আজ বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জাহেদ আলীসহ পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জের ৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত পাঁচ প্রার্থী একযোগে মনোনয়নপত্র দাখিল করেছেন। কায়েতপাড়ায় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ জাহেদ আলী, মুড়াপাড়ায় বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছ, গোলাকান্দাইলে রূপগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি কামরুল হাসান তুহিন, ভোলাবোতে এডভোকেট তায়েবুর রহমান, ভুলতায় বর্তমান চেয়ারম্যান ব্যারিষ্টার আরিফুল হক ভুইয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন। শনিবার ১৬ অক্টোবর উপজেলা নির্বাচন অফিসার মাহবুব আলমের কাছে তারা এ মনোনয়নপত্র দাখিল করেন।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবুল হোসেন খান, হাসান আশকারী, বাবুল হোসেন ভুঁইয়া, আব্দুস সাত্তার চৌধুরী, আজমত আলী, আব্দুল মান্নান , আনছার আলী, ফারুক হাসান, ইউপি সদস্য মো: ওমর ফারুক ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা মহিলা লীগ সেক্রেটারী শীলা রাণী পাল, উপজেলা যুব মহিলালীগ সভাপতি ফেরদৌসী আক্তার, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা প্রমুখ।
উল্লেখ আগামী ১১নভেম্বর এ সকল ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৭ অক্টোবর মনোনয়নপত্র জমাদানের শেষদিন। ২১ অক্টোবর প্রার্থী বাছাই, ২৬ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহার ও ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দ করা হবে। কায়েতপাড়া এবং মুড়াপাড়ায় ইভিএম পদ্ধতিতে ভোট হবে।

সর্বশেষ সংবাদ