আজ মঙ্গলবার, ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জাহেদ আলীর মনোনয়ন দাবিতে চনপাড়ায় আলোচনা

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব জাহেদ আলীকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার দাবিতে চনপাড়ায় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত ।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকালে চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে। কায়েতপাড়া ইউপি সদস্য ও চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো: বজলুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ জাহেদ আলী।

এসময় বজলুর রহমান বলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের জোড়ালো দাবি আগামী কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলহাজ¦ জাহেদ আলীকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হোক। উনি আমাদের তৃণমূল আওয়ামী লীগের প্রার্থী। আমরা আর কোনো ভূমিদস্যু ফিটনেস বিহীন লোককে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই না। দলের লাইসেন্স বিহীন লোককে মনোনয়ন দিলে কায়েতপাড়ার উন্নয়ন বাধাগ্রস্ত হবে।
তিনি আরও বলেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক যাকে সমর্থন করবেন সেই হবে আমাদের দলের প্রার্থী । জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন আমরা তার নির্বাচন করবো।

এসময় কায়েতপাড়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শ্রী রবি রায়, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি লোকমান ভান্ডারী, সাধারণ সম্পাদক শাহলম, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর খন্দকার, সাধারণ সম্পাদক শেখ মোঃ জাহাঙ্গীর আলম, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শুকুর আলী , ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম,সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নান্দু মিয়া, সাধারন সম্পাদক মানিক সিকদার, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বাদশা, সাধারণ সম্পাদক আনিস মর্লিক, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক মোকলেছ , ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রফিক মাষ্টার, সাধারন সম্পাদক মোঃ আলম, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন মাদক নির্মুল কমিটির আহবায়ক আবেদিন, যুগ্ম আহবায়ক মোঃ জাকির সিকদার, সহ যুগ্ম আহবায়ক মোঃ সপন বেপারি, আওয়ামী লীগ নেতা মোঃ মোক্তার, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী মহিলা লীগ নেত্রী নুরজাহান জাহানারা পারুলি আক্তার, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী যুব লীগের সভাপতি মোঃ ডাঃ আনোয়ার, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ আবুবকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল ইসলাম রানা , চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মোঃ আরাফাত , সাধারণ সম্পাদক সর্নালী আক্তার , চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি নাজনীন সুলতানা উপস্থিত ছিলেন।