আজ বৃহস্পতিবার, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

জাহেদ আলীর নেতৃত্বে কায়েতপাড়ায় বিজয় র‌্যালী

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জের কায়েতপাড়ায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকালে কায়েতপাড়া ইউনিয়ন পরিষষদের সামনে আলোচনা সভা ও বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়। বিজয় র‌্যালীতে নেতৃত্ব দিয়েছেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ মো: জাহেদ আলী। বিজয় র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় জাহেদ আলী বলেন, আমাদের বিজয়ের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার ডাকে সাড়ে দিয়ে রূপগঞ্জে যুদ্ধ করেছেন আমাদের প্রিয় নেতা মাননীয় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, এমপি। তিনি আমাদের গর্ব। আগামী নির্বাচনে গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক মুক্তিযুদ্ধের পক্ষে লড়বেন। আমরা তাকে বিজয়ী করবো।

এসময় আওয়ামী লীগ নেতা শ্রী রবী রায়, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ও ইউপি সদস্য ওমর ফারুক ভুঁইয়া, ইউপি সদস্য আলতাফ হোসেন, মতিন ভুঁইয়া, সুরুজ ইসলাম, মাসুম মিয়া, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আশিক ইকবাল, স্বেচ্ছাসেবকলীগ নেতা আলমগীর হোসেন, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাজমুল খন্দকার জয়, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাদিম হোসেন অপু, নারী নেত্রী শারমিন আক্তার রিমাসহ অনেকে উপস্থিত ছিলেন।
একইদিন সকালে মহান বিজয় দিবস উপলক্ষে রূপগঞ্জ উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান কায়েতপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো: জাহেদ আলী।