আড়াইহাজার প্রতিনিধি:
আড়াইহাজার পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী পারভীন আক্তার নির্বাচনে জাল ভোট দেওয়াসহ বিভিন্ন ভোট কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া, এবং তাকে প্রাণনাশের হুমকি ও তার এজেন্টদের মারধরের অভিযোগ করেছেন।
পারভিন তার বাসভবনে বুধবার দুপুর ১টায় সাংবাদিক সম্মেলন করে এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ১ ওয়ার্ড কামরানীরচর কেন্দ্র থেকে ধানের শীর্ষ প্রতীকের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। এমন খবর পেয়ে আমি তাৎক্ষণিক ওই কেন্দ্রে গেলে ডিউটিরত এসআই জামাল আমাকে বাঁধা দেন। পরে আমি ভেতরে যাওয়ার চেষ্টা করলে তিনি আমাকে গুলি করার হুমকি দেন।
এসময় তিনি (এসআই) বলেন, ‘আপনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এখান থেকে চলে যান। উপরের হুকুম রয়েছে। নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে।
পারভীন আক্তার আরও জানান, পরে প্রাণভয়ে আমি সেখান থেকে চলে আসি। তিনি আরো জানান, ৫নং ওয়ার্ড নাগেরচর কেন্দ্রে মাদ্রাসায় পুলিশ নিজেই ভোট মেরেছেন।
এদিকে আড়াইহাজার পৌরসভার ৬ নং গাজীপুরা কেন্দ্রে ধানের শীষের এজেন্ট জুলহাস বলেন, তাকে মারধর করে বের করে দেওয়া হয়েছে। এমনকি আমাকে মেরে ফেলার হুমকী দিয়েছেন নৌকা প্রতীকের লোকজন।
২ নং ওয়ার্ড হাফিজিয়া ও ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রের ধানের র্শীষের এজেন্ট এবাদুল বলেন, তাকে নৌকাপ্রতীকের লোকজন হুমক-ধমকী দিয়ে বের করে দিয়েছেন।