প্রতারণা ও চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোশারফ হোসেন মোল্লা বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। ১১ মার্চ দুপুরে রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের গোবিন্দপুর ওলন এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোশারফ হোসেন মোল্লা বাবু ওই এলাকার মৃত আমিন উদ্দিন মোল্লার ছেলে।
আসামি গ্রেফতারের বিষয়টি সংবাদচর্চাকে নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার তদন্ত ওসি জসিম উদ্দিন। তিনি জানান, ১১ মার্চ মোশারফ হোসেন মোল্লা বাবুকে নারায়ণগঞ্জ কোর্টে চালান করে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ঢাকা মেট্রো পলিটন আদালতে দুটি প্রতারণা ও একটি চেক জালিয়াতির মামলা রয়েছে। আর ওই তিনটি মামলার মধ্যে দুটি প্রতারণা মামলায় একটিতে দেড় বছর, আরেকটিতে এক বছরের কারাদন্ড দেয়া হয়। এছাড়া চেক জালিয়াতির মামলায় এক বছরের কারাদন্ড ও এক কোটি টাকা জরিমানা করা হয়। দীর্ঘ দিন ধরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোশারফ হোসেন মোল্লা বাবুকে পুলিশ খুজে বেড়াচ্ছিলো।
তিনি আরো বলেন, আসামি যতবড় ক্ষমতাশালী ব্যক্তি হোক না কেনো আমরা কোনো ছাড় দেব না।
জানা গেছে মোশারফ হোসেন মোল্লা বাবু নিজেকে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পরিচয় দিয়ে রূপগঞ্জসহ বিভিন্ন এলাকায় দাবড়ে বেড়াতেন। এছাড়া গত সংসদ নির্বাচন তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। প্রতারণা ও জালজালিয়াতির বিভিন্ন অভিযোগ থাকায় স্থানীয়রা তাকে তেমন কোন মূল্যায়ন করেননি।