আজ মঙ্গলবার, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

জালাল উদ্দিনের সমাধিতে বিএনপির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও নারায়নগঞ্জ বিএনিপির প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক এমপি হাজী জালাল উদ্দিনের ৩৩ম মৃত বার্ষিকী উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে বন্দর উপজেলায় তার সমাধিতে এ শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সভাপতি সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম, সাধারন সম্পাদক এটিএম কামাল, বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপি’র সহ-সভাপতি আতাউর রহমান মুকুল, নাসিক ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিল হান্নান সরকার, সাংগঠনিক সম্পাদক আবদুস সবুর খান সেন্টু, অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, প্রচার সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বিএিনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মরহুম জালাল উদ্দিন আহমেদকে দলের প্রতিষ্ঠাতা সদস্য করেন। ওই সময় নারায়ণগঞ্জ বিএনপিকে শক্তিশালি করার জন্য মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব প্রদান করেন। তিনি এমপি নির্বাচিত হয়ে শহরের ৩শ শয্যা হাসপাতাল,গণবিদ্যা উচ্চ বিদ্যালয়,জেলা সেন্ট্রাল টার্মিনাল,বন্দর হাজী সিরাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়,নারায়গঞ্জ মহিলা কলেজ এবং নারায়ণগঞ্জ কলেজ প্রতিষ্ঠা করেন।