নারায়ণগঞ্জের জালকুড়িতে আগুন লেগে ১০-১২ টা গুদাম পুড়ে ছাই হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে জালকুড়ি পশ্চিমপাড়া এলাকার বৃষ্টিধারা আবাসিক এলাকার মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের মন্ডলপাড়া, হাজীগঞ্জ, আদমজী ও বিসিক স্টেশনের আটটি ইউনিটের প্রায় দেড় ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস প্রাথমিক ধারণা করছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে । অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি হয়েছে। সকাল ৭ টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন। এসময় তিনি বলেন, করোনা দুর্যোগের মধ্যে আবার নতুন একটি দুর্যোগ। গোদনাইলে আগুন লেগে ১০-১২ টা গুদাম পুড়ে গেলো। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন।
জানা গেছে শাহ্ আলম গাজীর মেসার্স গাজী ট্রেডার্স, কাজল বাহাদুরের ভাই ভাই এন্টারপ্রাইজ, রাজ্জাক ও সজিবের রিসাইকেল, সেলিমের মায়ের দোয়া ট্রেডার্স, মো. মিন্টুর মামা ভাগিনা এন্টারপ্রাইজ, মো. রবিনের আল-ফালাহ এন্টারপ্রাইজ, মো. জাহাঙ্গীরের অনিক-অন্তর এন্টারপ্রাইজ নামের গোডাউন পুড়ে গেছে।