আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জামিন পেলেন দুই কাউন্সিলর প্রার্থী

সংবাদচর্চা রিপোর্ট: তারাব পৌরসভার ৭ নং ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিনে মুক্তিপান তারা।
জামিনে মুক্তি পাওয়া কাউন্সিলর প্রার্থীরা হলেন আনোয়ার হোসেন , রুহুল আমিন ফরাজী।
১২ জানুয়ারি সন্ধ্যায় তারাব পৌরসভা নির্বাচনে এই দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় একটি পিকআপ ভ্যান ও মোটরসাইকেলে আগুন দেয়া হয়। এছাড়া তিনটি ব্যক্তিগত গাড়ি ও ছয়টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।ঘটনাস্থল থেকে ঐ দুই কাউন্সিলর প্রার্থীকে আটক করা হয়।
রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, সংঘর্ষের ঘটনায় কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন এবং রুহুল আমিন ফরাজী পাল্টাপাল্টি দুইটি মামলা করেছেন। এ মামলায় দুই কাউন্সিলর প্রার্থীকেই আটক করে রাতে থানায় রাখা হয়। আজ সকালে তাদের নারায়ণগঞ্জ কোর্টে চালান করে দেয়া হয়েছে।
এদিকে, নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) আসাদুজ্জামান বলেন, দুই কাউন্সিলরই আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন। আরও পড়ুন: দুই কাউন্সিলর প্রার্থীকে কোর্টে চালান

সর্বশেষ সংবাদ