আজ মঙ্গলবার, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রায় দুই মাস পর জামিনে মুক্ত ছাত্রদল নেতা শাহেদ

জামিনে মুক্ত

জামিনে মুক্তনিজস্ব প্রতিবেদক:
প্রায় দুই মাস নাশকতার মামলায় কারাভোগের পর নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহেদ আহমেদ জামিনে মুক্ত হয়েছেন।
চলতি বছরের ১০ ফেব্রুয়ারী রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়নের একটি এলাকা থেকে নাশকতার মামলায় পুলিশ তাকে আটক করে।
৫৫ দিন কারাভোগের পর বৃহস্পতিবার (৫ এপ্রিল) সকালে তিনি জামিনে মুক্ত হন।
জামিনে মুক্ত হওয়ার পর শাহেদ আহমেদ সাংবাদিকদের জানান, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত না হওয়া পর্যন্ত ছাত্রদলের নেতাকর্মীদের সাথে নিয়ে আন্দোলন চালিয়ে যাবো।