নিজস্ব প্রতিবেদক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের ২৫ প্রার্থী নির্বাচন করতে আইনগত বাধা নেই- নির্বাচন কমিশনের (ইসি) এমন সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হয়েছে।
বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন ব্যারিস্টার তানিয়া আমীর। তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, মো. আলী হোসেন, মো. এমদাদুল হক ও হুমায়ুন কবিরের পক্ষে রিটটি দায়ের করা হয়।
ব্যারিস্টার তানিয়া আমীর বলেন, নিবন্ধন বাতিল হওয়া জামায়াতের ইসলামীর প্রার্থিতা আইনগতভাবে বাতিলের সুযোগ নেই বলে নির্বাচন কমিশন যে চিঠি দিয়েছে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা রিট আবেদন করেছি। বৃহস্পতিবার এ রিট আবেদনের উপর শুনানি অনুষ্ঠিত হবে।