আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

জামতলায় সংখ্যালঘুর বাড়িতে কুসুমের বর্বরোচিত হামলা ও লুটপাটের অভিযোগ

সংবাদচর্চা রিপোর্টঃ হিন্দু সম্প্রদায়ের এক মহিলার উপর কুসুমের সন্ত্রাসী হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গত ২৯ এপ্রিল বেলা ১২ টায় সময় ফতুল্লা থানাধীন পুলিশ লাইনের নজরুল ইসলামের ছেলে কুসুম তার সন্ত্রাসী বাহিনী নিয়ে হিন্দু সম্প্রদায়ের জামতলা নিবাসী শংকর এর স্ত্রী নীরা রানী দাস এর ঘরে জোড় পূর্বক প্রবেশ করে মারধর, ভয়ভীতি সহ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

তথ্য সূত্রে জানা যায়, নীরা রানী দাস এর স্বামী শংকর এর সাথে কুসুম এর বন্ধুত্বর্পূ সম্পর্ক ছিলো। শংকর পেশায় একজন ডিস নেটওয়ার্ক সংযোগ মিস্ত্রি। সে বিভিন্নস্থানে ডিসের তার সংযোগের কাজকরে থাকে টাকার বিনিময়ে। অপরদিকে কুসুম একজন মাদকবেীকা ও মাদক ব্যবসায়ী এবং এলাকায় চাঁদাবাজ হিসেবে পরিচিত। সে তার ক্ষমতার প্রভাব খাটিয়ে পুলিশ লাইনের ডিসের বিল তোলা ও নিয়ন্ত্রনের দায়িত্ব দায়িত্ব নিয়ে কাজ করে থাকে। এ ডিস লাইনের সংযোগের কোন সমস্যা হলে সে শংকরকে আসতে বলে ঠিক করে দেয়ার জন্য। শংকর এ কাজ করে যে আয় হয় তা দিয়ে স্ত্রী সন্তান নিয়ে সুখে শান্তিতে বসবাস করে। শংকর এর সুখের সংসারের বাধা হয়ে দাড়ায় কুসুম। কুসুম তার কাজ করে শংকরের ন্যায্য পাওয়া পরিশোধ না করে তাকে উল্টো বকা বাদ্য ও হুমকি ধমকি দিয়ে আসছিলো। কুসুমরে এ আচরণ শংকরের ভালো না লাগায় সে আর কুসুমের কাজ কবে না বলে জানায। কুসুম শংকরের কাজ না করার কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠে। পরবর্তীতে সে তার সন্ত্রসাী বাহিনী নিয়ে শংকরকে ধরে আনার জন্য জামতলার বাড়ি গিয়ে উঠে। শংকরকে বাসায় না পেয়ে এবং শংকরের স্ত্রীকে বাসায় একা পেয়ে অকথ্য বাষায় গালিগালাজ করতে থাকে। নীরা রানী দাস কুসুমের কথার প্রতিউত্তর দিতে গেলে কুসুম খেপে গিয়ে মারমুখি হয়ে জোড় পূর্বক ঘরে প্রবেশ করে মারধর করে ঘরের আসবাবপত্র ভাংচুর করে। এক পর্যায়ে আলমারী ভেঙ্গে আলমারীতে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে কুসুম ও তার লোকজ পালিয়ে যায়। কুসুম তাঁদের আচরনে ভয় পেয়ে নিঃশ্চুপ হয়ে হতাশায় তাকিয়ে থাকে। তারা চলেগেলে সে চিৎকার দিয়ে কান্নায় ভেঙ্গে পড়ে। তার আত্ম চিৎকারে আশপাশের লোকজন এসে এ সব ঘটনা জানতে পারে।

উপরোক্ত ঘটনায় শংকরের স্ত্রী নীরা রানী দাস বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অপর দিকে কুসুমের ভয়ে শংকর পালিয়ে বেড়াচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সে কিছুদিন পূর্বে মাদকসহ গ্রেফতার হেয় জেলহাজতে ছিলেন এবং বর্তমনে জামিনে রয়েছে।