আজ মঙ্গলবার, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ড. জাবেদ পাটোয়ারী হচ্ছেন পুলিশের  পরবর্তী মহাপরিদর্শক

জাবেদ পাটোয়ারী

ড. জাবেদ পাটোয়ারী হচ্ছেন পুলিশের  পরবর্তী মহাপরিদর্শক

জাবেদ পাটোয়ারী

সংবাদচর্চা ডেস্ক: ড. জাবেদ পাটোয়ারী  হচ্ছেন পুলিশের  পরবর্তী মহাপরিদর্শক । প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। সম্প্রতি গণভবনে ঘনিষ্ঠজনদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তাঁর মনোভাব প্রকাশ করেন। ওই সময় জাবেদ পাটোয়ারীকে মেধাবী পুলিশ কর্মকর্তা উল্লেখ করে তাঁর ভূমিকার প্রশংসা করেন তিনি। গণভবনসংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জাবেদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেল জীবনের ওপর লেখা গ্রন্থ ‘কারাগারের রোজনামচা’-এর বিভিন্ন ‘ডকুমেন্ট’ সংগ্রহ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ড. জাবেদ পাটোয়ারী। এতে খুশি বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা। ১৯৬৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত জাতির জনকের ঘটনাবহুল জেল-জীবনচিত্র স্থান পেয়েছে ওই গ্রন্থে। গত বছর ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে কারাগারের রোজনামচা প্রকাশিত হয় বাংলা একাডেমি থেকে।

আইজিপি এ কে এম শহীদুল হকের চাকরির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ জানুয়ারি। তাই পদটি পাওয়ার জন্য প্রতিযোগিতা চলছে পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে।