নানা আয়োজনে নারায়ণগঞ্জে ‘জাতীয় বীমা দিবস’ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (১লা মার্চ) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি চাষাঢ়া শহীদ মিনার থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বীমা স্মৃতি বিজড়িত ১লা মার্চকে সরকার কর্তৃক ‘জাতীয় বীমা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই উপলক্ষে বীমা শিল্পের উন্নয়ন ও বীমার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর র্যালি, বিমা মেলা, আলোচনা সভা এবং অন্য কর্মসূচির মাধ্যমে এ দিবসটি পালন করা হয়।