আজ বৃহস্পতিবার, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরের জাঙ্গাল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটবল খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

জাঙ্গাল স্পোর্টিং ক্লাবের

জাঙ্গাল স্পোর্টিং ক্লাবের

বন্দর প্রতিনিধি:
‘এমন একটি সমাজ চাই যেই সমাজে মাদক নাই’ এই লক্ষ্যকে প্রতিপাদ্য রেখে বন্দর উপজেলাধীন ধামগড় ইউপি’র ২নং ওয়ার্ডের অধীনস্থ জাঙ্গাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে অবস্থিত অত্র অঞ্চলের ঐতিহ্যবাহী জাঙ্গাল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে জাঙ্গাল পূর্বপাড়া ব্রীজ সংলগ্ন খেলার মাঠে এক প্রীতি ফুটবল খেলা ও সন্ধ্যায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

উক্ত আয়োজনে অত্র জাঙ্গাল স্পোর্টিং ক্লাবের সভাপতি ও ধামগড় ইউনিয়ন যুবলীগের সভাপতি পদ প্রত্যাশি আল আমিন খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অত্র ধামগড় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাসুম আহম্মেদ, উদ্বোধক হিসেবে বন্দর থানা যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার হাতেম হোসাইন, বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল হক আজিজ, ধামগড় ইউপি’র ২নং ওয়ার্ড মেম্বার ফয়েজুর রহমান মোল্লা, যুবলীগ নেতা বিল্লাল খাঁন, বিল্লাল মোল্লা, নবী হোসেন ও মোস্তাক আহম্মেদ উপস্থিত ছিলেন। অত্র ক্লাবের সদস্য ও ছাত্রলীগ নেতা রাইসুল ইসলাম রানা, সাদ্দাম, সোহাগ, আনিছ-১, আনিছ-২, রায়হান, সোহাগ, স্বাধীন, খন্দকার সাইফুল ইসলাম, শাকিল-১, শাকিল-২, হানিফ, আল-আমিন এর সার্বিক তত্বাবধানে লাল ও সবুজ দুটি দলে বিভক্ত হয়ে ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয় এবং ৩-২ গোল ব্যবধানে লাল দল সবুজ দলকে পরাজিত করে শিরোপা অর্জন করে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়ার প্রাক্কালে এক সংক্ষিপ্ত বক্তব্যে অত্র ক্লাবের সভাপতি আল আমিন খন্দকার উপস্থিতদের উদ্দেশ্যে বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল একটি দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ আজ আর অবহেলা পাবার দেশ নয়। কিন্তু এ উন্নয়নের পথে বাধা হয়ে দাড়াতে পারে মাদক। যুবসমাজ আজ মাদকের দিকে ধাবিত হয়ে নিজেদের পাশাপাশি দেশের উন্নয়নকে ক্ষতিগ্রস্থ করছে। তাই আমার অনুরোধ যারা মাদকের সাথে জড়িত আছেন, তারা নিজের পরিবারের কথা ভেবে হলেও এ পথ থেকে ফিরে আসুন এবং সুন্দরভাবে জীবনকে সাজিয়ে তুলুন। আসুন আমরা মাদক ও সন্ত্রাসমুক্ত একটি সুখি ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে চাই। আর যারা খেলায় ভাল করেছ তাদের অভিনন্দন জানাচ্ছি, আর যারা ভাল করতে পারনি তোমরা ভবিষ্যতে ভাল করো সে দোয়া জানাচ্ছি। উল্লেখ্য ২০০১ সালে উক্ত স্পোর্টিং ক্লাবের আত্মপ্রকাশ লাভ করার পর থেকে বিভিন্ন খেলাধুলায় সক্রিয় অংশগ্রহনের মাধ্যমে অত্র ক্লাব এ অঞ্চলে সকলের মনে স্থান করে নিয়েছে বলে জানা গেছে।