আজ মঙ্গলবার, ১৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জমে উঠেছে আইনজীবীদের নির্বাচনী প্রচারণা

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জে আদালত পাড়ায় সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীদের উৎসব মুখর নির্বাচনী প্রচার প্রচারণা জমে উঠেছে। ২৪ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জয়ী হওয়ার লক্ষে প্রার্থীরা নির্বাচনী সালাম লিফলেট বিতরন, কুশল বিনিময় পাশাপাশি ভোট চাইছেন আইনজীবীদের কাছে সকাল থেকে শুরু করে।

উভয় প্যানেলের প্রার্থীরা নির্বাচনী প্রচার আদালতের প্রধান প্রবেশ গেটের সামনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ একাদিক প্রার্থী ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের বিভিন্ন পদে নির্বাচনে অংশগ্রহন কারী প্রার্থীরা আইনজীবীদের কাছে ভোট চাইছেন। এছাড়া দেখা যায় প্রার্থীরা আদালত পাড়ার আশেপাশের এলাকা গুলোতে নির্বাচনকে কেন্দ্র করে ব্যাস্ত সময় পাড় করছেন এই দুই প্যানেলের লড়াকু প্রার্থীরা।
এ সময় দেখা যায় সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আইন ও মানবাধিকার সম্পাদক প্রার্থী এড. স্বপন ভূইয়া, আপ্যায়ন সম্পাদক প্রার্থী এড. মনিরুজামান কাজল ও র্কাযকরি সদস্য প্রার্থী এড. নূসরাত জাহান, এছাড়া জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের বিভিন্ন প্রার্থীকে দীর্ঘ সময় ধরে নির্বাচনী প্রচার প্রচারনা করেন।

মানবাধিকার সম্পাদক প্রার্থী এড. স্বপন ভূইয়া প্রচারনার সময় দৈনিক সংবাদর্চচাকে বলেন, আমরা নির্বাচনে মাধ্যামে জয়ী হয়ে নারায়ণগঞ্জের আইনজীবীদের উন্নয়নে দ্বারা অব্যাহত রাখবো। তিনি আরও বলেন, আইনজীবীদের জন্য ৮ তলা বিশিষ্ট ডিজিটাল বার ভবন নির্মান করা হচ্ছে ভবনটিই হতে যাচ্ছে আধুনিক ভাবে যেখানে আইনজীবীদের জন্য চেম্বার, সিনিয়র আইনজীবী ও জুনিয়র আইনজীবীদের জন্য বসার পৃথক স্থান, মিলনায়তন, নারী

আইনজীবীদের জন্য কমনরুম, নামাজের স্থান, লিফটের ব্যবস্থা সহ বিভিন্ন সুযোগ সুবিধা থাকবে। আর এই ভবন তৈরিতে আইন মন্ত্রী আনিসুল হক ঘোষণা করেছেন এক কোটি টাকা দিবেন।

তিনি আরও বলেন, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এক কোটি টাকা অনুদান দিবেন। এছাড়া ৩ কোটি টাকার অনুদানের ঘোষণা দিয়েছেন মহাজোটের এমপি একেএম সেলিম ওসমান। অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী সরকার হুমায়ন কবির বলেন, আমরা নির্বাচনী প্রচার প্রচারনা মাধ্যামে আইনজীবীদের কাছে আমাদের আসা প্রতাশ্যা তুলে ধরছি এবং আসা করি আমাদের প্যানেলের বিজয় হবে।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি হাসান ফেরদৌস জুয়েলকে সভাপতি ও বর্তমান সাধারণ সম্পাদক মুহাম্মদ মোহসীন মিয়াকে সাধারণ সম্পাদক করে প্যানেল ঘোষণা করেছে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। এই প্যানেলের সিনিয়র সহ-সভাপতি পদে আলী আহম্মদ ভুইয়া, সহ-সভাপতি পদে বিদ্যুৎ কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ পদে আবদুর রউফ মোল¬া, আপ্যায়ন সম্পাদক পদে মনিরুজ্জামান কাজল, লাইব্রেরী সম্পাদক পদে সুবাস বিশ্বাস, ক্রীড়া সম্পাদক পদে মাসুদ রানা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাজ্জাদুল হক সুমন, সমাজ সেবা সম্পাদক পদে রাশেদ ভুইয়া, আইন ও মানবাধিকার সম্পাদক পদে স্বপন ভুইয়া এবং কার্যকরী সদস্য পদে আনোয়ার হোসেন ভুইয়া, নুসরাত জাহান তানিয়া, মোহাম্মদ মশিউর রহমান, আব্দুল মান্নান ও হাসিবুল হাসান রনিকে মনোনিত করা হয়।

বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলে সভাপতি প্রার্থী হয়েছেন সরকার হুমায়ুন কবির, সেক্রেটারি আবুল কালাম আজাদ জাকির, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম খান রেজা, সহ-সভাপতি পদে গিয়াসউদ্দীন মোল¬া, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শাহিদুর রহমান টিটু, কোষাধ্যক্ষ পদে নজরুল ইসলাম মাসুম, আপ্যায়ন সম্পাদক পদে কায়সার আলম চৌধুরী টুটুল, লাইব্রেরী সম্পাদক পদে শারমীন আক্তার, ক্রীড়া সম্পাদক পদে শেখ আনজুম আহমেদ রিফাত, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে রাসেল প্রধান, সমাজ সেবা সম্পাদক পদে আসমা হেলেন বিথি, আইন ও মানবাধিকার সম্পাদক পদে মোহাম্মদ রোকন উদ্দীন, কার্যকরী সদস্য পদে আহসান হাবিব ভুইয়া, সারোয়ার জাহান, আমিনুল ইসলাম, নাসরিন আক্তার ও ফজলুর রহমান ফাহিম।

প্রসঙ্গত, গত বছরের ৩০ জানুয়ারি আইনজীবী সমিতির কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগ থেকে সভাপতি সেক্রেটারি ও জয়েন্ট সেক্রেটারি সহ ৬টি পদে নির্বাচিত হন। যেখানে বিএনপি প্যানেল থেকে সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি সহ ১১ জন আইনজীবী নির্বাচিত হন।