আজ সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মাদারীপুরে সরস্বতী পূজায় তিনদিন ব্যাপী জমজমাট আয়োজন: ৬৫০টি স্থানে পূজা

জমজমাট

মাদারীপুরে সরস্বতী পূজায় তিনদিন ব্যাপী জমজমাট আয়োজন: ৬৫০টি স্থানে পূজা
 জমজমাট

শহিদুল ইসলাম লিখন:
শিক্ষার্থীদের অঞ্জলি দেয়ার মধ্য দিয়ে সোমবার সকাল থেকে মাদারীপুরসহ সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পূজা। তবে মাদারীপুরে এই পূজাকে ঘিরে তিন দিনব্যাপী রয়েছে জমজমাট আয়োজন। এই পূজা উপলক্ষে অস্থায়ী মন্ডপগুলোকে আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন এলাকায় বর্ণাঢ্য আলোকসজ্জায় সাজানো হয়েছে। এবছর মাদারীপুর জেলায় ৬৫০টি স্থায়ী ও অস্থায়ী পূজামন্ডপে পূজার আয়োজন করা হয়েছে। নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

মাদারীপুর জেলা পূজা উপযাপন কমিটি জানান, বাংলাদেশের মধ্যে মাদারীপুরের এই সরস্বতী দেবীর পূজা সবচেয়ে ব্যয়বহুল ও জমজমাট পূর্ণ। এবার মাদারীপুর পুলিশ সুপারের সৌজন্যে প্রথমবারের মতো সদর মডেল থানা প্রাঙ্গণে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। এ ছাড়া মাদারীপুর পৌর এলাকার ৭০টির বেশি স্থানে এই পূজা হচ্ছে। যেখানে এর আগে মাত্র ৪০ থেকে ৫০টি স্থানে হতো। এছাড়া তৃতীয় দিন বণাঢ্য র‌্যালী সবার চোখে পড়ার মতো।

ভক্ত ও আয়োজকেরা বলেন, জ্ঞান আহরণ ও বিদ্যা-বুদ্ধি অর্জনের জন্য সনাতন (হিন্দু) ধর্মের শিক্ষার্থীরা সরস্বতী পূজা করে থাকে। ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ হিসেবে প্রতি বছরের মতো এবারও মাদারীপুরে সোমবার থেকে তিন দিনব্যাপী শুরু হয়েছে সরস্বতী পূজা। বিদ্যাদেবীর এ পূজা উপলক্ষে শহরের প্রায় পাঁচ কিলোমিটারে আলোকসজ্জা ও নানা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মাদারীপুর জেলার সভাপতি প্রাণতোষ মন্ডল বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে সবার সহযোগিতায় এই অনুষ্ঠান সর্বজনীন পূজায় পরিণত হয়েছে। বার পূজাতে ঢাকা, খুলনা, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থান থেকে আলোকসজ্জা, সাউন্ডসিস্টেম ও ডেকোরেটর ভাড়া করা হয়েছে। মাদারীপুর সদর উপজেলায় ১৫৫টি স্থানে, রাজৈর উপজেলায় ৩০০টি, শিবচর উপজেলায় ১০০টি ও কালকিনি উপজেলায় ৯৫টি পূজা হচ্ছে। এই জেলার মতো এমন আয়োজন দেশের অন্য কোথাও হয় বলে জানা নেই।