আজ শনিবার, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জনগণের কাছে যে সবচেয়ে বেশি জনপ্রিয় তাকেই শেখ হাসিনা মনোনয়ন দেবেন: কাদের

জনগণের কাছে যে সবচেয়ে
জনগণের কাছে যে সবচেয়ে

ফাইল ছবি

নবকুমার:

আ.লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আ.লীগের মনোনয়নের ব্যাপারে  বলেছেন, জনগণের কাছে সবচেয়ে বেশি  জনপ্রিয় ব্যক্তিকে আ.লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দলীয় মনোনয়ন দেবেন। কোন জনবিচ্ছিন্ন ব্যক্তিকে নয়।যারা বড় নেতা হয়েও এলাকায় জনবিচ্ছিন্ন তাদেরকে মনোনয়ন দেওয়া হবে না।’ সর্বশেষ জরিপের কাজ শেষ  আমাদের প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট দেওয়ার পর খুব দ্রুত যে  কোন সময় তা প্রকাশ করা হবে।

কাদের

২৩ জুন আ.লীগের ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বাগত বক্তৃতায় কাদের এসব কথা বলেন।

কাদের আ.লীগের মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে বলেন,আপনাদের টাকা অনেক হয়েছে । আপনাদের নির্বাচনী এলাকায় বিশৃঙ্খলা করবেন না। কোন নেতা কর্মীদের উপর নির্যাতন করবেন না। নির্বাচনে আমাদের জয়ী হতেই হবে।

বাংলাদেশ, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ এখন আর ভিখারির দেশ নয়, মর্যাদার দেশ। ডিসেম্বরে বাংলাদেশে আওয়ামী লীগ আরেকটি বিজয় ছিনিয়ে আনবে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ ঠেকাতে পারবে না।

ওবায়দুল কাদের বলেন, এবার যারা প্রথম ভোটার হয়েছেন তারাই হবেন আমাদের বিজয়ের মূল শক্তি। খুলনার সেমি ফাইনাল থেকে আমাদের বিজয় শুরু হয়েছে। গাজীপুর, রাজশাহী, বরিশাল এবং সিলেটেও বিজয় হবে। এরপর ডিসেম্বরে হবে ফাইনাল অর্থাৎ জাতীয় নির্বাচন। সেখানেও আমাদের বিজয় হবে।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি, প্রেসিডিয়াম, উপদেষ্টা পরিষদের সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক ছাড়াও বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও দফতর সম্পাদকরা উপস্থিত ছিলেন।