নিজস্ব প্রতিবেদক:
সকালে প্রায় আধ ঘণ্টার ভারী বৃষ্টিতে নারায়ণগঞ্জের বিভিন্ন অঞ্চল ভিজিয়েছে প্রকৃতি। ভারী বর্ষণের ফলে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কাল বৈশাখের সময় হওয়াতে নগরীতে দুপুর বেলায় নেমে আসে রাতের আবহ! নিকষ কালো অন্ধকারে ঢেকে যায় পুরো নগর। কালো মেঘে ঢাকা আকাশ। সাথে প্রচন্ড বাতাস নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হয় তুমুল বৃষ্টি। সাথে বজ্রপাতও ছিল। প্রায় ৩০ মিনিট পর দুপুর ১টার দিকে কিছুটা বিরতি দেয় বৃষ্টির ধারা।
রোববার (২৯ এপ্রিল) বাংলা সনের বৈশাখ মাসের ১৬ তারিখ। এ সময়ে প্রায়ই প্রকৃতিতে তা-ব চালায় কালবৈশাখী ঝড়।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, নারায়ণগঞ্জের মতো দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টি হচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন ঝড়-বৃষ্টির এই প্রবণতা আগামীকালও (সোমবার) অব্যাহত থাকতে পারে।