আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ছুটির দিনেও নারায়ণগঞ্জ আয়কর মেলায় ভিড়

নিজেস্ব প্রতিবেদক: কর অঞ্চল-নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত আয়কর মেলা ২০১৭ এর তৃতীয় দিন ছিল শুক্রবার ৩ নভেম্বর। আয়কর মেলার তৃতীয় দিন শুক্রবার নারায়ণগঞ্জ ক্লাবস্থ আয়কর মেলায় উপচেপড়া ভিড় পরিলক্ষিত হয়েছে।

আয়কর মেলার তৃতীয়দিন ছুটির দিন হওয়ায় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বেসরকারী চাকুরীজীবীগণসহ সর্বস্তরের করদাতাগণ সারিবদ্ধভাবে আয়কর রিটার্ন দাখিল করেছেন। ব্যাংক বুথগুলো খোলা থাকায় করদাতাগণ ব্যাংক বুথে প্রদেয় আয়করের পে-অর্ডার/চালান জমা প্রদান করেন। নারায়ণগঞ্জ জেলার দূর-দুরান্ত থেকে আগত করদাতাদের সরব উপস্থিতিতে পুরো দিনই মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ।

মেলা প্রাঙ্গণে অবস্থিত রিটার্ন বুথ থেকে সংগৃহিত তথ্য মোতাবেক আয়কর মেলা ২০১৭ এর তৃতীয় দিনে ৮৬৫ টি রিটার্নের বিপরীতে মোট ৭৭ লাখ ৭২ হাজার ৯০ টাকা রাজস্ব সংগ্রহ করা হয়েছে। ২৫ টি ডেক্স থেকে মোট ২ হাজার ১৮৪ জন দর্শণার্থীকে সেবা প্রদান করা হয়। ৪২ জন করদাতা টিআইএন রেজিস্ট্রেশন করেছেন এবং ৪৬ জন করদাতা অনলাইনে রিটার্ন দাখিলের জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড গ্রহণ করেছেন।

উল্লেখ্য যে, কর অঞ্চল-নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত আয়কর ৪ দিনব্যাপী আয়কর মেলা নারাযণগঞ্জ ক্লাবে অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল শনিবার আয়কর মেলা ২০১৭ এর ৪র্থ ও সমাপনী দিন। মেলা প্রাঙ্গণে সকাল ১০ টা হতে বিকাল ৫টা পর্যন্ত আয়কর মেলার সকল সেবা যথারীতি অব্যাহত থাকবে।