আজ বুধবার, ২০শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

নগরবাসির নিরাপত্তার স্বার্থে পুলিশের ছুটি বাতিল করলেন এসপি হারুন

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ বলেছেন, ‘ঈদকে সামনে রেখে  কিছু অসাধু চক্র ডাকাতি, ছিনতাইয়ের মতো ঘটনা ঘটায়। আমরা ইতিমধ্যে মহিলা ছিনতাইকারীসহ ১৩ জন ছিনতাইকারী ও চারজন ডাকাতকে গ্রেফতার করেছি। ঈদ আসার আগে যে ছিনতাইকারীদের উপদ্রব বেড়ে যায় সেটা যেন না হয় সে লক্ষ্যে পুলিশ কাজ করছে । তিনি বলেন, নাগরিকদের সেবা প্রদানের লক্ষে পুলিশের ছুটি বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে চাষাড়া শহীদ মিনারে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এসপি বলেন, ‘নগরীর প্রতিটি এলাকায় ১৬টি হোন্ডা মোবাইল সার্ভিস আজ উদ্বোধন করা হয়েছে । ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, সদর, সাইনবোর্ড থেকে শুরু করে প্রতিটি এলাকায় এরা কাজ করবো। যেখানেই সমস্যা হবে তাৎক্ষনিক ব্যবস্থা তারা নিবে। সাধারণ মানুষকে স্বস্তি দেয়াই আমাদের মূল কাজ।’

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ জেলা। নারায়ণগঞ্জ থেকে সিলেট, চিটাগাংসহ বিভিন্ন জেলার গাড়ি যাতায়াত করেন। ঈদকে কেন্দ্র করে কাঁচপুর, ভুলতা এলাকাসহ বিভিন্ন এলাকায় যানজট সৃষ্টি হয়। যার ফলে রমজান মাসে আমাদের অতিরিক্ত জনবল দরকার পড়ে। আমরাও সবকিছুর দিকে লক্ষ্য রেখে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুবাস চন্দ্র সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ অঞ্চল) মেহেদী ইমরান সিদ্দিকী, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন শাহ্ পারভেজ, জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইও-২) সাজ্জাদ রোমন প্রমুখ।