সংবাদচর্চা রিপোর্ট
বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতা ফারহানা মানিক মুনার বাবা মো. মানিক হোসেন (৫৫) এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শুভ দেব।
এক শোক বর্তায় তিনি মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন এবং পরিবারের সকল সদস্যরা যেন এই শোক সইতে পারে সেই কামনা করেন।
উল্লেখ্য, ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটায় ডায়াবেটিস জনিত কারনে তিনি মারা যান মনির হোসেন৷ তিনি মহানগর শ্রমিক লীগের কার্যকরী সদস্য ছিলেন। ১৭ ফেব্রুয়ারি বাদ জোহর শহরের নিতাইগঞ্জ মোড়ে মরহুমের জানাজার নামাজ শেষে নগরীর পাইকপাড়া বড় কবরস্থানে তাকে দাফন করা হয়।