পিরোজপুরে ৩য় শ্রেণীর ছাত্রী নিখোঁজ
পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার ৩য় শ্রেণীর ছাত্রী নিখোজ হয়েছে। মঙ্গলবার কালাইয়া গ্রামের মোঃ নজরুল ইসলামের মেয়ে মোসাঃ বেহেস্তি আক্তার (১১) কালাইয়া বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তৃতিয় শ্রেণীতে পড়ে সকালে বাড়ি থেকে স্কুলে যায়, দুপুরে স্কুল ছুটির পর বেহেস্তি বাড়িতে ফিরে না আসায় তাকে খুজতে বের হয় তার স্বজনেরা দুই দিন পার হয়ে গেলেও মেয়েটির কোন সন্ধান পাওয়া যায়নি।
ছোট মেয়েকে হারিয়ে তার স্বজনেরা দিশেহারা। মেয়েটির মা রানী বেগম বলেন আমার মেয়ে ছোট কারো সাথে শত্রুতা নেই আমার মেয়ের কি হল, ও কখনও বাড়ির বাইরে থাকেনি। আমার মেয়ে সাতার জানে সে খালে পরতে পারেনা মেয়েটির মা রানী বেগম বাদি হয়ে থানায় একটি সাধারণ ডাইরী করেছেন ডাইরী নং ২৪০।
ইন্দুরকানী থানার ওসি নাছির উদ্দিন জানান ,থানায় মেয়েটি নিখোঁজের বিষয়ে জিডি হয়েছে আমরা উদ্ধারের জন্য
চেষ্টা করছি।