আজ শুক্রবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছাত্রলীগ নেতার মৃত্যুবার্ষিকীতে পাপ্পা গাজীর দোয়া

নিজস্ব প্রতিবেদক:

গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা’র সার্বিক ব্যবস্থাপনায় রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রয়াত সভাপতি হাসিবুর রহমান হাসিবের ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার রূপসী এলাকার গাজী ভবনে এ আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাবিবুল কাদির তমাল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাতুল আহমেদ খোকন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম চৌধুরী অপু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমন হাসান খোকন, তারাবো পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম মনির, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিকদার, সাধারন সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাসুম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি মোখলেসুর রহমান জনি, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক আলীমুল কবির রানেল, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রিয়াজ আহমেদ খান, তারাবো পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি মোনাব্বেরে হোসেন আদনান, তারাবো পৌরসভা ছাত্রলীগের সভাপতি আওলাদ হোসেন বাদলসহ অনেকে।

সভায় সঞ্চালনা করেন, তারাবো পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছারোয়ার হোসেন রাছেল। পরে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রয়াত সভাপতি হাসিবুর রহমান হাসিবের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ সংবাদ