আজ শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ছাত্রলীগকে অতীতের গৌরব ধরে রাখতে হবে,আবু সাইয়িদ

ছাত্রলীগকে

ছাত্রলীগকে অতীতের গৌরব ধরে রাখতে হবে

ছাত্রলীগকে

নবকুমার নিজস্ব প্রতিবেদক:ছাত্রলীগকে অতীতের অর্জিত গৌরব সমূহ ধরে রাখতে আহবান জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক ভিপি ড.অধ্যাপক আবু সাইয়িদ।

তিনি ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসিকে শুভেচ্ছা জানিয়ে  দৈনিক সংবাদচর্চাকে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদ বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শোষকের হাত থেকে এ দেশকে রক্ষা করতে ১৯৪৮ সালের ৪ ই জানুয়ারী ছাত্রলীগ প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেন।বাংলাদেশের প্রতিটা আন্দোলন সংগ্রামে তাদের অবদান ভুলবার নয়।

বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু সুখী সমৃদ্ধ সোনার বাংলা নির্মানে ছাত্রলীগ বিরাট ভুমিকা রাখবে।

তিনি আরো বলেন,সাম্প্রতিক সময়ে কিছু ছাত্রলীগ নেতা কর্মীর খারাপ কর্মকান্ডের কারণে ছাত্রলীগের ভাবমূতি নষ্ট করছে তা প্রতিহত করতে হবে।ছাত্রলীগে যেন পেশাদার ছাত্রদের স্থান দেয়া হয়। স্বাধীনতা বিরোধী চক্রের কোন সদস্য এ সংগঠনের ভাবমূতি নষ্ট না করতে পারে সে দিকে সচেতন ছাত্রলীগের সদস্যদের  নজর রাখতে হবে।