আজ বুধবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ছাত্রদল মানুষের পাশে আছে- সুমন

নিজস্ব সংবাদদাতা
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী ও করোনা ভাইরাসের প্রার্দুভাবে বিপদে পরা অসহায় গরীব দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ডে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসকুল ইসলাম রাজিবের পক্ষ থেকে সদর থানা ছাত্রদলের নেতৃত্বে এ কার্যক্রম সম্পন্ন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সহ-সভাপতি হামিদুর রহমান সুমন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদল নেতা আমিনুল ইসলাম, মাহবুবুর রহমান মিজান, মনির ও সদর থানা ছাত্রদল নেতা রুহুল আমিন।
বস্ত্র বিতরণ শেষে মহানগর ছাত্রদলের সহ সভাপতি হামিদুর রহমান সুমন জানান, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রেন প্রবক্তা, অবিসংবাদিত নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের জন্য আমাদের এই কর্মসূচী। করোনা ভাইরাস দেশে আগমনের পর থেকেই ছাত্রদল মানুষের জন্য কাজ করে যাচ্ছে। ছাত্রদল মানুষের পাশে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে। যতটুকু সম্ভব আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি। আমাদের এই কার্যক্রম আগামীতেও অব্যহত থাকবে।