মাল বোঝাই ট্রাকে অভিনব কৌশলে ফেনসিডিল পাচারকালে ৪৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব- ১১। শুক্রবার ( ৭ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড সংলগ্ন পাকা রাস্তার উপর গোপন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক ব্যবসায়ী মোঃ নুর করিম(৪৭)’কে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে হলুদ রংয়ের একটি ট্রাক।
বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন র্যাব- ১১ এর সহকারি পুলিশ সুপার মোঃ নাজমুল হাসান। তিনি জানান, গ্রেফতারকৃত আসামী চট্টগ্রাম হতে ট্রাকে স্টীল শীটের কয়েল বোঝাই করে ঢাকা যাচ্ছিল। সে ট্রাকের ভিতরে পণ্য পরিবহনের আড়ালে অভিনব কৌশলে চালকের পাশের সীটের উপরে ০২টি ট্রাভেল ব্যাগের ভিতর তালাবদ্ধ অবস্থায় লুকিয়ে ফেনসিডিল নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করত।
তিনি আরো জানান, আসামী মোঃ নুর করিম এর বাড়ী ফেনী জেলার সদর থানাধীন পূর্ব মধুপুর এলাকায়। মাদক ব্যবসা ছিল তার একমাত্র পেশা। চালক ছিল তার ছদ্মবেশ মাত্র। জিজ্ঞাসাবাদে সে আরোও স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে সীমান্ত এলাকা দিয়ে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল বাংলাদেশে প্রবেশ করায় । গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।