আজ শনিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

‘চেতনায় মুজিব’ গ্রন্থের মোড়ক উন্মোচন

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ তাঁত বোর্ড কর্তৃক প্রকাশিত ‘চেতনায় মুজিব’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার ( ১৬ মার্চ) সচিবালয়ে নিজ অফিস কক্ষে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ‘চেতনায় মুজিব’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।  এসময় বস্ত্র ও পাট সচিব লোকমান হোসেন মিয়াসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মোড়ক উন্মোচন  অনুষ্ঠানে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, বঙ্গবন্ধু ক্ষুদা দারিদ্র্য মুক্ত সুখী সমৃদ্ধ সোনার বাংলা নির্মাণের জন্য যে স্বপ্ন দেখেছিলেন তা মুজিব জন্মশতবর্ষ উদযাপনে আরো বেগবান করবে।  বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা ভাষা এবং স্বাধীনতা পেতাম না। বঙ্গবন্ধু সারা বিশ্বের শোষিত মুক্তিকামী মানুষের কণ্ঠস্বর। তিনি শুধু বাঙালির না, তিনি ছিলেন সারা বিশ্বের নেতা।