আজ মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চীনে ৭শ’ বছরের পুরনো কোরআন আবিষ্কার

অনলাইন রিপোর্ট:

চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ছিংহাই ও গানসুতে শুরু হয়েছে পবিত্র কুরআনের হাতে লেখা প্রাচীন এক পাণ্ডুলিপির প্রদর্শনী।

এটি ৮৬৭ পৃষ্ঠায় হাতে লেখা দুই খণ্ডের পবিত্র কোরআনের প্রাচীন পাণ্ডুলিপি।

স্থানীয় সংবাদমাধ্যম ছিংহুয়ানেট ডট কম জানিয়েছে, এ পাণ্ডুলিপি দেখতে ওই প্রদর্শনীতে ভিড় জমাচ্ছেন চীনের হাজার হাজার মুসলিম।

অন্যান্য ধর্মাবলম্বীরাও কোরআনের প্রাচীন এই পাণ্ডুলিপি দেখতে আসছেন বলে জানা গেছে।

এ প্রদর্শনীর আয়োজক দেশটির সংস্কৃতি ও পর্যটন বিভাগ।

গত ২৬ জানুয়ারি থেকে শুরু হওয়া প্রদর্শনীটি আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তারা জানান, প্রাচীন এই কোরআন শরীফ দেখতে প্রতিদিন ৬ হাজারেরও বেশি মানুষ আসছেন এখানে।

এদের মধ্যে ছিংহাই ও গানসু প্রদেশের সীমান্তবর্তী শহর শীনিংগের বাসিন্দারাই বেশি।

এর আগে ধর্মগ্রন্থটি স্থানীয় জিইযি মসজিদে সংরক্ষিত ছিল। অনুমান করা হচ্ছে যে, ১১ থেকে ১৩ শতকের কোনো এক সময়ে কোরআনের এ পাণ্ডুলিপিটি লেখা হয়েছিল।

প্রায় সাতশ বছর পেরিয়ে গেলেও পাণ্ডুলিপির আরবি হরফগুলো এখনো সুন্দর এবং উজ্জ্বল রয়েছে।