আজ মঙ্গলবার, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চীনে চার ব্রিটিশসহ ১৬ বিদেশি আটক

মাদক গ্রহণের অভিযোগে চীনের জিয়াংসু প্রদেশ থেকে যুক্তরাজ্যের চার নাগরিকসহ ১৬ বিদেশিকে আটক করা হয়েছে।
বেইজিংয়ে ব্রিটিশ দূতাবাস থেকে এ খবর দেওয়া হয়েছে বলে শুক্রবার জানায় বিবিসি।

বিবৃতিতে বলা হয়, “জিয়াংসু প্রদেশে যুক্তরাজ্যের চার নাগরিক আটকের পর আমরা চীনা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি এবং নাগরিকদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।”

চীনা পুলিশ জানায়, পরীক্ষায় ১৬ বিদেশির সবার রক্তের নমুনায় মাদক পাওয়া গেছে।
তবে তারা ঠিক কী ধরনের মাদক গ্রহণ করেছেন সে সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। চীনে মাদক আইন অত্যন্ত কঠোর।

গত মঙ্গলবার জিয়াংসু প্রদেশের ‘সুঝৌ পাবলিক সিকিউরিটি ব্যুরো’ চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে দেওয়া এক বিবৃতিতে সাফল্যের সঙ্গে একটি মাদক চক্রকে গ্রেপ্তারের কথা জানায়।

বলা হয়, তারা মাদক চক্রের ১৯ সদস্যকে আটক করেছে। যাদের মধ্যে ১৬ জন বিদেশি।

আটকদের মধ্যে ১৮ জনকে কোনো বিচার ছাড়াই বন্দি করে রাখা হবে। সর্বোচ্চ ১৫ দিন তাদের বন্দি করে রাখা যাবে।