আজ সোমবার, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাষাঢ়া খানকায়ে শরীফ দোয়া ও মিলাদ

নিজস্ব সংবাদদাতা
হযরত সৈয়দ খাজা শাহ্ মোহাম্মদ আব্দুস সাত্তার খাঁন কাদরী ওয়াল চিশ্তী (রহ.) এর ৩৪তম বার্ষিক ওরশ মোবারক ও ইছালে সওয়াব ২৮ ও ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। যার পরিচালনায় থাকবেন চাষাঢ়া খানকায়ে শরীফ কাদরীয়ার গদ্দীনশীল পীরজাদা আলহাজ্ব খাজা শাহ্ মো. সুলতান খাঁন কাদ্রী ওয়াল চিশতী।

জানা যায়, সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে কোরআনখানির আয়োজন করা হয়। আজ মঙ্গলবার বেলা ১১টায় চাদর চড়ানো ও মিলাদ মাহফিল এবং বাদ যোহর নেওয়াজ বিতরণ করা হয়েছে। আগামীকাল ২৯ জানুয়ারি বাদ ফজর আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে। এছাড়াও প্রতিদিন বাদ এশা মিলাদ মাহফিল, ফাতেহা, হালকায়ে জিকির, মজলিশে শামা ও মুরশীদি বাংলা বয়াতি গানের আসর বসবে।

এসআইএস/এসএমআর