আজ সোমবার, ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চাষাড়ায় র‌্যাবের অভিযান

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ শহরের চাষাড়া এলাকায় অভিযান পরিচালনা করেছে র‌্যাব-১১। ২১ জুলাই দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩,৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম আমাদুল শেখ (৩২)। সে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন গোবর গাড়া এলাকার সোবহান শেখ এর ছেলে।

বৃহস্পতিবার ( ২২ জুলাই) র‌্যাব ১১- এর মিডিয়া অফিসার (আদমজীনগর, নারায়ণগঞ্জ) লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে ।
তিনি জানান, সে দীর্ঘদিন যাবৎ আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে নিয়ে এসে নারায়ণগঞ্জ ও এর আশে পাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।