আজ মঙ্গলবার, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

না’গঞ্জ চারুকলা ইন্সটিটিউটে নবীন বরণ অনুষ্ঠিত

চারুকলা

চারুকলা

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ চারুকলা ইন্সটিটিউটের ২০১৮ সনের অনার্স ও প্রি-ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ এপ্রিল) সকালে শহরের দেওভোগে কলেজের নব নির্মিত ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদীনের পুত্র প্রকৌশলী মঈনূল আবেদিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ সামছুল আলম আজাদ বলেন, নবীনরা অনেকটা বসন্তের মতোই তাই নবীনদের আর বসন্ত দুটোকেই বরণ করে নিতে হয়।
অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেণ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
ক্ষুদে শিল্পীদের একটি পরিবেশনার পর নতুনদের বরণ করে নেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে অন্যান্যেও মধ্যে আরও উপস্থিত ছিলেন, মঈনূল আবেদীনের স্ত্রী কোহিনূর আবেদীন, চারুকলা ইন্সটিটিউটের গভর্নিং বডির সভাপতি, আহসানুল করিম চৌধুরী বাবুল, শিল্পী সামিনা নাফীজ, চারুশিল্পী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল হাসান, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, খেলাঘর আসর কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক, জহিরুল ইসলাম জহির প্রমুখ।