আজ শুক্রবার, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

চাপ দেওয়ার ক্ষমতা কারও নেই : শামীম ওসমান

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আমি নিজেই ঝড়, এই ঝড়কে চাপ দেওয়ার ক্ষমতা কারও নেই।

সোমবার সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। চাপে পড়ে সংবাদ সম্মেলন করছেন কী না – সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি এ কথা বলেন।

সম্প্রতি শামীম ওসমানকে নারায়ণগঞ্জের সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ‘গডফাদার’ আখ্যা দেন। এ বিষয়ে শামীম ওসমান বলেন, ‘কেউ যদি গডফাদার বলে শান্তি পায়, পাক না। আমি না হয়, নীলকণ্ঠ হলাম। তবে ব্রাদার, ফাদার, গডফাদার বলেন, সমস্যা নাই। কিন্তু গডমাদার বলবেন না। আমি পুরুষ।’