আজ সোমবার, ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

চাঁদাবাজির সময় গ্রেফতার

সংবাদচর্চা রিপোর্ট:

পরিবহনে চাঁদাবাজি করার সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ ( নারায়ণগঞ্জ) । গ্রেফতারকৃত আসামি হলেন নারায়ণগঞ্জের মোঃ শাহজাহান (২৭)।

২৪ জুন সকাল সোয়া ১১ টায় বৌ-বাজার পুল এলাকায় ফলের দোকানের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে চাঁদাবাজির নগদ ১হাজার ১শত ২০ টাকা, চাঁদা আদায়ের টোকেন এবং চাঁদা আদায়ের কাজে ব্যবহƒত ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব জানান, একটি চাঁদাবাজ চক্র সিদ্ধিরগঞ্জ থানার বৌ-বাজার এলাকায় রাস্তায় চলাচলরত পরিবহনের চালক ও হেলপারদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক পরিবহন প্রতি দৈনিক ১০০/- থেকে ২০০/- টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

স্পন্সরেড আর্টিকেলঃ