নবকুমার:
রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র বনাম আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বীতা হচ্ছে। শনিবার (৩ অক্টোবর) প্রার্থীতা প্রত্যাহারের শেষদিনে চেয়ারম্যান ও সাধারণ সদস্য পদে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন নাই। প্রার্থীদের প্রতীক বরাদ্দ ৪ অক্টোবর। ভোট গ্রহণ ২০ অক্টোবর মঙ্গলবার। দাউদপুরে প্রায় ৩২ হাজার ভোটার রয়েছে। এবারের নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না। সাবেক দুই চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বীতা করছে। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার, স্বতন্ত্র প্রার্থী রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি ও দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফ আহমেদ টুটুল । সাবেক দুই চেয়ারম্যানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। যদিও স্বতন্ত্র প্রার্থীকে বেশি মাঠে দেখা যাচ্ছে না। তারপরও নীরব ভোট বিপ্লবের অপেক্ষায় রয়েছে টুটুল। আওয়ামী লীগ এবং বিএনপির সমর্থকদের কাছে তার জনপ্রিয়তা রয়েছে। এদিকে মাঠ চষে বেড়াচ্ছে ক্ষমতাসীন দলের প্রার্থী । তারপক্ষে মাঠে রয়েছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রার্থীতা প্রত্যাহারের ব্যাপারে রূপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, সংরক্ষিত (১,২,৩ ওয়ার্ড) সদস্য পদে একজন মহিলা প্রার্থীতা প্রত্যাহার করেছেন। চেয়ারম্যান এবং সাধারণ সদস্য পদে কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন নাই। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে মোট ৫০ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছে।