সংবাদচর্চা রিপোর্ট : নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে গুলিস্তান চলাচলকারী স্বদেশ পরিবহনের একটি চলন্ত বাসে এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে স্বদেশ পরিবহনের চালক শামীম মিয়ার বিরুদ্ধে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার (১২ জুন) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরন্নাহার ইয়াসমিনের আদালতে এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সোনারগাঁ থানা পুলিশের তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। পরে আদালতের বিচারক উভয় পক্ষের শুনানী শেষে এ আদেশ দেয়। রিমান্ড প্রাপ্ত আসামী শামীম মিয়া উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী মধ্যপাড়া গ্রামের আব্দুর রব মিয়ার ছেলে।
প্রসঙ্গত, গত সোমবার রাত ৯টার দিকে ঈদের ছুটি কাটিয়ে কিশোরগঞ্জ থেকে গুলিস্তান এসে গজারিয়া ফেরার জন্য স্বদেশ পরিবহনের একটি বাসে উঠেন এক তরুণী। পরে মোগরাপাড়া চৌরাস্তায় এসে সকল যাত্রীরা বাস থেকে নেমে যায়। তরুণী যাত্রীদের সঙ্গে নেমে যাওয়ার সময় অভিযুক্ত চালক শামীম তাকে মেঘনা ঘাট নামিয়ে দেওয়ার কথা বলে আষাঢ়িয়ারচর এলাকায় গিয়ে হেলপাড়ের কাছে ডাইভিং ছেড়ে দিয়ে তরুণীকে নিয়ে পেছনে সিটে ধর্ষণের চেষ্টা চালায়। এক পর্যায়ে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা নিউটাউন শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে রাত সাড়ে ১০টার দিকে মার্কেটের সামনে গাড়ির জন্য অপেক্ষা করছিল। এসময় স্বদেশ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্টো-ব-১১-৭২৬৫) দেখে থামাতে বললে গাড়িটি আরো দ্রুতগতিতে চালানো হয়। বাস থেকে এক কিশোরীর বাঁচাও বাঁচাও চিৎকার শুনতে পায়। পরে জনগণ গাড়িটি থামিয়ে দেখতে পায় চালক শামীম তরুণীকে নিয়ে ধস্তাধস্তি করতে থাকে। এসময় জনগন তরুণীকে উদ্ধার করে।
পরে অভিযুক্ত চালক শামীমকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় মঙ্গলবার সকালে তরুণী বাদী হয়ে চালক শামীমের বিরুদ্ধে সোনারগাঁ থানার মামলা দায়ের করেছেন।