আজ শনিবার, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চলতি মাসেই রূপগঞ্জে স্বেচ্ছাসেবকলীগের নতুন কমিটি

নবকুমার:

রূপগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর বুধবার মুড়াপাড়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের গাজী অডিটোরিয়ামে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন মুড়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দেলোয়ার হোসেন মোল্লা। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল আলিম বেপারী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, কেন্দ্রীয় কমিটির সদস্য সুমন দেওয়ান, ফাতেমা ইসলাম রাহা কাজী, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা রফিকুল ইসলাম মেম্বার, কাউন্সিলর আতিকুল ইসলাম, ইমন হাসান খোকন, রাতুল আহমেদ খোকন, মেহেদী হাসান বাবেল, আলমগীর হোসেন, রুহুল আমিন, আমিনুল হক খোকন প্রমুখ। চলতি মাসের মধ্যেই রূপগঞ্জ উপজেলা , ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের কমিটি গঠন সম্পন্ন হবে। ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনের দায়িত্ব পেয়েছেন রফিকুল ইসলাম মেম্বার, ইমন হাসান খোকন, রাতুল আহমেদ খোকন, মেহেদী হাসান বাবেল, আলমগীর হোসেন, আমিনুল হক । তাদেরকে কমিটি গঠন কাজে সহযোগিতা করবেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া। ৩০ সেপ্টেম্বরের মধ্যে সম্মেলনের মাধ্যমে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন করবে কেন্দ্র।