আজ রবিবার, ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চলচ্চিত্র পুরস্কার নেবে না মোশাররফ ক‌রিম

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করবেন না বলে জানিয়েছেন।
শ‌নিবার ফেসবু‌কে দেয়া এক পো‌স্টে জু‌রি বোর্ডের কা‌ছে পুরস্কার‌টি প্রত্যাহা‌রের অনু‌রোধ জানান তি‌নি। নূর ইমরান মিঠু প‌রিচা‌লিত ‘কমলা র‌কেট’ চল‌চ্চিত্রে তার চরিত্রটি কো‌নো কৌতুক চ‌রিত্র নয়।

তি‌নি ব‌লেন, ‘কমলা র‌কেট’ চল‌চ্চি‌ত্রে আমি কোনো কৌতুক চ‌রি‌ত্রে অভিনয় করি‌নি; কিন্তু আমা‌কে পুরস্কার দেয়া হ‌য়ে‌ছে ‘‌শ্রেষ্ঠ কৌতুক অভি‌নেতা’ হি‌সে‌বে। ফ‌লে পুরস্কার‌টি আমি নি‌তে পা‌রি না; নি‌চ্ছি না। এর পেছ‌নে কো‌নো ক্ষোভ কিংবা দুঃখ নেই।

ফেসবুক পো‌স্টে তি‌নি লে‌খেন, ‘ছবিটির চিত্রনাট্যকার, পরিচালকসহ সহশিল্পীরা নিশ্চয় অবগত আছেন। একই সঙ্গে যারা ছবিটি দেখেছেন তারাও নিশ্চয় উপলব্ধি করেছেন ‘কমলা রকেট’ এ আমার অভিনয় করা ‘মফিজুর’ চরিত্রটি কোনোভাবেই কৌতুক চরিত্র নয়। এটি প্রধান চরিত্রগুলির একটি।