আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চনপাড়ায় ৩ হাজার ২১০ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জে ৩ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ মামুন মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ । শনিবার রাত ৩ টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া বস্তির ৬নং ওয়ার্ড এলাকার আব্দুল ছাত্তারের বাড়ীর নিচতলা থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মামুন মিয়া কুমিল্লা জেলার বুড়িচং থানার নয়কামতা এলাকার আব্দুর রহিমের ছেলে। এ ঘটনায় র‌্যাব-১০ সিপিসি-১ এর ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার বাদী হাবিবুর রহমান জানান, র‌্যাব-১০ এর আওতাধীন দয়াগঞ্জ মোড়ে ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার চনপাড়া এলাকায় মাদক কেনা-বেচা হচ্ছে। এ সংবাদ উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলে র‌্যাব-১০ এর সদস্যরা সংবাদদাতার তথ্য অনুযায়ী রূপগঞ্জ থানার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া বস্তির ৬নং ওয়ার্ডের আব্দুল ছাত্তারের বাড়ীর নিচতলা থেকে মামুন মিয়াকে ৩ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট ও নগদ ২ লাখ ৯৪ হাজার টাকা সহ গ্রেফতার করা হয়। এ সময় মামুন মিয়ার সাথে থাকা আরেক মাদক ব্যবসায়ি জুয়েল মিয়া পালিয়ে যায়।

এদিকে, শনিবার রাতে উপজেলার তারাবো পৌরসভার দিঘীবরাবো এলাকা থেকে ২১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তারেক ভূঁইয়া নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত তারেক ভূঁইয়া দাউদপুর এলাকার আবু সিদ্দিক ভূঁইয়ার ছেলে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।