নিজস্ব প্রতিবেদক:
রূপগঞ্জে সড়ক উন্নয়ন কাজ উদ্বোধন করা হয়েছে। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের সার্বিক সহযোগিতায় বৃহস্পতিবার দুপুরে চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চনপাড়া বাজারে এই সড়ক উন্নয়ন কাজ উদ্বোধন করেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জাহেদ আলী।
এসময় কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ বজলুর রহমান, চনপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ওসমান গনি বাবুল, সাধারন সম্পাদক আবুল হোসেন খান, আওয়ামীলীগ নেতা লোকমান হোসেন ভান্ডারী, হাকিম মিয়া, জাহাঙ্গীর খন্দকার, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন মহিলালীগের সভাপতি নাজমা খান, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরাফাত হোসেন, সাধারণ সম্পাদক স্বর্ণালী আক্তার সহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।