নিজস্ব প্রতিবেদক:
রূপগঞ্জের চনপাড়ায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত শামসুর স্মরণে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১৬ জুলাই) মরহুমের চনপাড়ার বাড়িতে এ দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চনপাড়া শেখ রাসেলনগর ( প্রস্তাবিত) ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: বজলুর রহমান। এসময় তিনি বলেন, মোঃ সামছু হত্যার সকল আসামির ফাঁসি চাই।
এসময় উপস্থিত ছিলেন, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লোকমান ভান্ডারী, সাধারণ সম্পাদক শাহ আলম, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক বাবুল সরদার ,৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর খন্দকার, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শুকুর আলী, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নান্দু মিয়া, সাধারন সম্পাদক মানিক সিকদার, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাদশা, সাধারণ সম্পাদক আনিস মালিক, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক মোকলেছ, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিক মাষ্টার, সাধারন সম্পাদক মোঃ আলম, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা জয়নাল আবেদিন, আওয়ামী লীগ নেতা মোঃ মোক্তার হোসেন, মোঃ হানিফ প্রমুখ। পরে অতিথিবৃন্দ নিহত সামছুর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।