নিজস্ব প্রতিবেদক:
দ্বিতীয় দফা ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের (চনপাড়া) মেম্বার প্রার্থী ও আওয়ামী লীগ নেতা মো: বজলুর রহমান গণসংযোগ করেছেন।
বৃহস্পতিবার ( ৩০ সেপ্টেম্বর) তিনি গণসংযোগ করেন। কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বজলুর রহমান বলেন, আমি চেষ্টা করেছি চনপাড়াবাসীর উন্নয়নের জন্য । আমার নেতা বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক আমাকে অনেক সহযোগিতা করেছে। তিনি চনপাড়ায় অনেক উন্নয়ন করেছেন। আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার সুযোগ চাই। এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।